শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় গুইমারা রিজিয়ন।

0
80

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ মার্চ ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারণের মাঝে সর্বমোট ৫০০ টি পরিবারের মাঝে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজারের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এই মহতী আয়োজনে সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আগের পোস্টরাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান।
পরের পোস্টলংগদুর অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কর্তৃক সহায়তা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন