বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) ভোর থেকে বান্দরবান জেলার রুমা উপজেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে পাইন্দু ইউনিয়নের মুলপিপাড়া এলাকায় কেনএফের সাথে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী দলের ঘন্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
উক্ত গোলাগুলিতে কেএনএফ এর সামরিক শাখা কুকি চীন ন্যাশনাল আর্মির সদস্য বমরাম চান (পানো) নিহত হয়। তিনি রোয়াংছড়ি উপজেলার পানখিয়াং পাড়ার লাল জৌতুলাং বমের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর পাঁচটা থেকে মুলপিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, সকাল আটটা পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়, এরপর গোলাগুলি একটু কমে গেলেও বেলা দুইটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলো চলছিল।