গত ০৮ মে ২০২৩ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলাস্থ দুর্গম কেংড়াছড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় প্রায় ৪০ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ (০৯ মে) বিলাইছড়ি কেংড়াছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যবসায়ী পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এর আগে পুলিশ সুপার মহোদয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ভবিষ্যতে এমন অগ্নিকান্ড প্রতিরোধে সচেতন থাকাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।