আজ ১১ মে ২০২৩খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স দশম ব্যাচের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।