রাঙ্গামাটিতে জেএসএস সন্তুর ব্রাশফায়ারে ইউপিডিএফ কালেক্টর নিহত।

0
165

রাঙামাটি পার্বত্য জেলান সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক ইউপিডিএফ প্রসিত গ্রুপের কালেক্টরকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

অদ্য রবিবার ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি মানিকছড়ি এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে বলে সূত্র জানায়।

হত্যার শিকার ইউপিডিএফ সদস্যের নাম রূপান্ত চাকমা ওরফে লেজা বা প্রকাশ ছাতি (৪৭), নিহত রুপান্ত চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিমুলতলী এলাকার বাসিন্দা লক্ষ্মী চন্দ্র চাকমার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮.৪৫টার সময় রূপান্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। এ সময় ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসীকে দেখেছেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সন্ত্রাসী গ্রুপটি রাতে এসে ওঁৎ পেতে ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয় গ্রামবাসী জানায়, রুপান্ত চাকমা ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসী গ্রুপের চাঁদা কালেক্টর হিসেবে উক্ত এলাকার দায়িত্বর ছিল।

আগের পোস্টআদিবাসীদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের ঘোষণাপত্র; বাংলাদেশের অবস্থান ও ক্ষতিকর প্রভাব।
পরের পোস্টসংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা সমূহ সংশোধন না করে চুক্তির পূর্ণ বাস্তবায়ণ জনগণ মানবেনা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন