জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও স্ত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিটিটিসি পুলিশের মামলা দায়েরের পর বাকি সব তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ যে, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযোগ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের একটি জঙ্গি সংগঠন পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) থেকে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০২২ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে নিরাপত্তা বাহিনী কেএনএফ এর বিরুদ্ধে অভিযানে নামে।