লংগদুতে বাঙ্গালীদের পুনঃবাসনের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করছে পাহাড়ী সন্ত্রাসীরা।

0
71

রাঙামাটির লংগদু উপজেলার ভাসন্যাআদাম ইউনিয়নের শীলকাটা ছড়া এলাকায় বাঙ্গালীদের ভোগদখলীয় ভূমি পাহাড়ী মন্ত্রাসীরা বেদখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,গত সোমবার (১৭ জুলাই ২০২৩) সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ এর মধ্যে ২০-২২ জনের একদল পাহাড়ী সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ শীলকাটাছড়া বাঙ্গালী অধ্যুষিত এলাকায় এসে বাঙ্গালীদের পুনঃবাসন মালিকানাধীন ভূমিতে ঝোপ-ঝাড় পরিষ্কার করে এবং বিভিন্ন ফলজ গাছ কেটে দেয়। আবার উল্টো বাঙ্গালীদের নামেই কোর্টে মামলা দায়ের করে।

 

ভুক্তভোগী মো. হোসেন (২৯), পিতা-হারুনুর রশীদ, মো. সাগর (২৪), পিতা-শরিফুল, মো. মনছুর আলি (৪০), পিতা-মৃত মজিদ, মো. জলিল (৩২), পিতা-মৃত সালাম, মো. ফারুক (৪১), পিতা-মৃত হাসান আলী জানান, যখন বাঙ্গালীদের পুনঃবাসন দেওয়া হয় তখন থেকে উক্ত জায়গায় আমাদের ছিলো, এ জায়গার কাগজও আছে, চাকমারা বিভিন্ন সময় পাহাড়ী সন্ত্রাসীদের দিয়ে হুমকি দিয়ে আমাদের থেকে জায়গা গুলো নেওয়ার পায়তারা করছে। গতকালও তারা আমাদের বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে উল্টো আমাদের নামেই মিথ্যা প্রচার করছে।ভুক্তভোগী সাগর বলেন, এই বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, উপজেলার অনেকের কাছে আমি বিষয়টি জানাই।কিন্তু কোন সমাধান হয়নি উল্টো এখন মামলার বোঝা টানছি।

 

তিনি আরো বলেন, যখন বাগানে কেউ থাকেনা তখনি তারা এসে প্রায় সময় বাগানের বিভিন্ন গাছপালা কেটে নিয়ে যায়, ফলজ গাছের চারা উপড়ে ফেলে,বাগানে আগুন লাগিয়ে দেয়।

 

যেসব পাহাড়ীরা সন্ত্রাসীদের ভয় দেখিয়ে ভূমি বেদখলের চেষ্টা চালাচ্ছে তারা হলেন- শীলকাটা ছড়া গ্রামের বাসিন্দা অনিল বিকাশ চাকমা (৪৫), পিতা-সুরলাল চাকমা, ২. রত্ন জ্যোতি চাকমা (৩৬), পিতা-জ্ঞানেন্দ্র চাকমা, ৩. অঞ্জন প্রসাদ চাকমা (৪৮), পিতা-হরিশ চন্দ্র চাকমা, ৪.সজীব চাকমা (৪৫), পিতা-রত্ন কুমার চাকমা।

তারা বাগান কাটছে খবর পেয়ে তাদের বাঁধা দিতে গেলে তারা চলে যাওয়ার সময় উক্ত জায়গাটি অনিল বিকাশের বলে -এর দাবি করে উল্টো ভূমি মালিকদের তচনছ করে দিবে বরে হুমকি প্রদান করে।

আগের পোস্টবান্দরবানে পর্যটকদের সকল ভ্রম‌ণ নিষেধাজ্ঞা প্রত‌্যাহার
পরের পোস্টমানিকছড়িতে বাঙ্গালী পরিবারের উপর হামলা করেছে ইউপিডিএফ সন্ত্রাসীরা!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন