বান্দরবানে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়।

0

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান

বান্দরবানে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নব যোগদানকৃত বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন।

বুধবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক এবং বিকালে পুলিশ সুপার কার্যালয়ে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় সাংবাদিকদের উদ্দেশ‍্যে বলা হয়, সাংবাদিকগণ সমাজের দর্পন। স্মাট বাংলাদেশ গড়তে ইতিপূর্বে যেভাবে প্রশাসনকে আপনারা সহযোগিতা করে এসেছেন ঠিক একই ভাবে আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। সর্বপরি নিরপেক্ষ এবং তথ্য যাচাই বাছাই পূর্বক সঠিক সংবাদ পরিবেশন করার জন‍্য উপস্থিত সকলের নিকট আহবান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সুরাইয়া আক্তার সুইটি, ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলছুম,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহ আলম,অন‍্যান‍্য পুলিশ কর্মকর্তা, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আগের পোস্টবাঙ্গালীদের নিজ জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা!
পরের পোস্টসংবিধান পরিপন্থী আদিবাসী শব্দ এবং আদিবাসী দিবস প্রসঙ্গ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন