গাঁজাসহ ১জনকে আটক, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে ২৩ বিজিবি।

0
47

এম লোকমান: ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের বেলাল চেকপোষ্টে তল্লাশী চালিয়ে গাঁজাসহ ১জনকে আটক, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
জানা যায়, বেল্লাল পোস্টে দায়িত্বরত
গার্ড কমান্ডার (নম্বর ৬৪৭৪৭)হাবিলদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তাইন্দং হতে মাটিরাঙ্গাগামী ০১টি মোটর সাইকেলে ০২জন আরোহীকে তল্লাশীর জন্য থামালে ২য় আসনধারী ০১টি ব্যাগ রেখে পালিয়ে যায়। তৎক্ষণাৎ মোটর সাইকেলের চালক পালানোর চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ চালক ও মোটর সাইকেলটি আটক করে এবং উক্ত ব্যাগ খুলে ০২ কেজি গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীর নাম-মোঃ নাজমুল হোসেন (২০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, গ্রাম-আচালং তাহের সরদার পাড়া, ডাকঘর-তাইন্দং, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি এবং পলাতক আসামীর নাম-মোঃ নূর ইসলাম (৩০), পিতা-ছাকাতুল্লাহ, গ্রাম-আচালং তাহের সরদার পাড়া, ডাকঘর-তাইন্দং, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি। আটককৃত গাঁজা, মোটরসাইকেল এবং আসামীকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে যামিনীপাড়া জোনের পক্ষ হতে জানানো হয়,
এই বিষয়ে ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক বলেন সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও মাদক এবং চোরাকারবারীদের ব্যাপারে বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে আছে,
মাদক ও চোরাকারবারিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই জোন অধিনায়ক।

আগের পোস্টসেনাবাহিনী কর্তৃক মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তা পরিষ্কার ও বিশুদ্ধ পানি বিতরণ।
পরের পোস্টবান্দরবানে সেনাদের সহযোগিতায় বন্যার্তদের মাঝে সেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন