বান্দরবানে সেনাদের সহযোগিতায় বন্যার্তদের মাঝে সেচ্ছাসেবীদের ত্রাণ বিতরণ।

0

অদ্য ( শনিবার) ১২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ বিকালে সেনাবাহিনীর সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে শতশত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সেচ্ছাসেবীরা।

পার্বত্য জেলা বান্দরবনে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় জেলার নিম্নাঞ্চল। পানি বন্দি সহ ক্ষতিগ্রস্ত হয় জেলার হাজারো মানুষ। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক বিগ্রেড বান্দরবান। কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহিউদ্দিন আহমেদ ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহামুদুল হাসান এবং বান্দরবান ব্রিগেডের জিটুআই মেজর শায়েখুজ্জামান বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন গুলোকে সহযোগিতা করেছে।

এসময় বান্দরবানে ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন। বান্দরবানের বন্যায় চলমান সংকট নিরসনে এই সভা আহ্বান করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে উপস্থিত ছিল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বিডি ক্লিন বান্দরবান,  মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ, ভোলান্টিয়ার ফর বাংলাদেশ, টিম সোশ্যাল এক্টিভিটিস্ট, ইউ বাংলাদেশ, আনন্দ ফাউন্ডেশন, হিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইয়ুথনেট বান্দরবান টিম, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ডেসপারেটলি সিকিং বান্দরবান সহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

 

সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে সেচ্ছাসেবী সংগঠনগুলো সেনাবাহিনীর পার্বত্য কার্যক্রমের প্রশংসা করেছে এবং আত্ম মানবসেবায় সেনাবাহিনী নিযুক্ত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেনাবাহিনীও সেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছে।

আগের পোস্টগাঁজাসহ ১জনকে আটক, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে ২৩ বিজিবি।
পরের পোস্টপ্রাকৃতিক দুর্যোগ ইউপিডিএফ-জেএসএস কে দেখা যায়নি সাধারণ মানুষের কাতারে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন