সেনাবাহিনী কর্তৃক মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তা পরিষ্কার ও বিশুদ্ধ পানি বিতরণ।
শুক্রবার ১১ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে সকাল ৭ হইতে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জোনের অন্তর্গত ওয়াই জংশন আর্মি ক্যাম্প হতে একটি টহল দল ও ২০ ইসিবি (চিম্বুক) তত্ত্বাবধানে একটি লোডার এবং একটি এস্কেভেটর দিয়ে এলাকা মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তার উপর পাহাড় ধ্বসের মাটি অপসারণ করে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করা হয়।
বর্তমানে চিম্বুক থেকে বান্দরবান সড়ক যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়েছে। তবে শুধুমাত্র পিকআপ, জিপ, সিএনজি এবং বাইক চলাচল করতে পারবে। রাস্তাটি এখনো ট্রাক এবং বাস চলাচলের উপযোগী হয় নাই।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনে বান্দরবান জোনের মাধ্যমে পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছে।