পার্বত্য বাঙ্গালীরা কী মানুষ নয়- আর কত উপজাতি সন্ত্রাসী হামলার শিকার হবে?

0

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার কবাখালি শুকনাছাড়া এলাকায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা মো. জামসের নামে এক বাঙ্গালী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে।

গতকাল বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে রাত্রেই উপজাতি সন্ত্রাসীরা কবাখালী মুসলিম পাড়ার মৃত ললি মিয়ার পুত্র রাজমিস্ত্রী মো. জামশেদ (৩৭) কে নির্মমভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করার মাধ্যমে হত্যার চেষ্টা করে। ভাগ্যক্রমে সেই বেছে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার পিছনের অংশ এবং কান মারাত্মকভাবে কেটে যায়। সে এখনো শঙ্কা মুক্ত হয়নি।

আর কত বাঙ্গালীরা উপজাতি সন্ত্রাসী কর্তৃক হামলা ও হত্যাকাণ্ডের শিকার হলে বিচার পাবে? সচেতন মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পার্বত্য বাঙ্গালীদের করুণ কাহিনী দেখে না?

পার্বত্য চট্টগ্রামে একের পর এক বাঙ্গালীদের উপর হামলা, নির্যাতন এবং হত্যাকাণ্ড পরিচালনা বিবেকবানদের মনে কড়া নাড়ে না! এটা অপ্রিয় হলেও সত্য। মানবতা কথাটা কী শুধু একটি নিদিষ্ট সম্প্রদায়ের জন্য? পার্বত্য বাঙ্গালীরা কী মানুষ নয়?
এভাবে পার্বত্য বাঙ্গালীদের নিধন করলে অচিরেই পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী টিকে থাকা হবে কষ্টসাধ্য। রাষ্ট্র হারাবে পার্বত্য চট্টগ্রামের লাগাম। রাষ্ট্রের স্বপক্ষের শক্তি বাঙ্গালীরা যদি এভাবে পার্বত্য চট্টগ্রামে অবহেলিত থাকে এর পরিণতি কিন্তু একদিন সবাইকে ভোগ করতে হবে।

 

আগের পোস্টসবার মুখে মুখে সন্ত্রাসীদের কথা তারপরও কেন সেনাবাহিনী মোতায়েন করা হবেনা!!!
পরের পোস্টবিজিবি’র উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- পিসিএনপি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন