কুকি-চিন উপজাতি ইসরাইলের পক্ষ নিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে!

0
1

মনিপুর ও চিন পার্বত্য অঞ্চলের মেনাশে গোত্রের ২ শতাধিক কুকি-চিন উপজাতি ইসরাইল-হামাস যুদ্ধে ইজরাইলের পক্ষে সৈন্য হিসেবে লড়াইয়ে অংশগ্রহণ করে।

গত ১৪ অক্টোবর ২০২৩ তারিখ The Zo Herald প্রকাশিত একজন কুকি-চিন উপজাতির প্রকাশিত ভিডিও সূত্রে জানা যায়, ভারতীয় মনিপুর/মায়ানমারের চিন পার্বত্য অঞ্চল থেকে ইসরাইলে গমন করে অন্যান্য কুকি-চিন যোদ্ধাদের সাথে ইসরাইলের পক্ষে তিনি তালিকাভুক্ত হয়ে কুকি-চিন যুবকরা যুদ্ধ করছে।

আরো জানা যায়, মনিপুর/চিন পার্বত্য অঞ্চলে বসবাসরত কুকি-চিন উপজাতিদের মধ্যে কিছু লোক বিশ্বাস করে তারা প্রাচীন মেনাশে গোত্রের বংশধর। যারা ইসরাইল থেকে হারিয়ে গিয়েছে।

হারিয়ে যাওয়া মেনাশে গোত্রের লোকজনদের ইসরাইলের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করে তাদের সাথে মিল পেয়েছে এবং তাদেরকে ইসরাইলি নাগরিকত্ব পাওয়ার অনুমতি দিয়েছে বলে জানা যায়।

আরো জানা যায়, প্রায় দুই শতাধিক মেনাশে কুকি-চিন উপজাতি ইসরাইলের পক্ষ নিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আরো শতাধিক মিলিশিয়া হিসেবে কাজ করছে বলে মনিপুর ভিত্তিক একজন কুকি-চিন কর্মী নিশ্চিত করেছে।

উল্লেখ্য ভিডিওতে প্রকাশিত, ব্যক্তি মনিপুর অঞ্চলের মেনাশে উপজাতি হিসেবে ইসরাইলে বসতি স্থাপন করেছে বলে জানা যায়।

আগের পোস্টখাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের কুচকুাওয়াজ অনুষ্ঠিত।
পরের পোস্টপাহাড়ে যেন এক মগের মুল্লুক কায়েম চলছে: এভাবেই আর কত বাঙ্গালী হামলার শিকার হবে?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন