প্রেস বিজ্ঞপ্তি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তি ২০২২-২৩ প্রদানের ক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলায় সাম্প্রদায়িক বৈষম্যমূলক কর্মকান্ডের তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
বিগত বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদানকৃত (২০২২-২৩) অর্থবছরে বাৎসরিক শিক্ষাবৃত্তিতে বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ৫৮.৮৫% বাঙালিকে শতকরা মাত্র ৩১.০৮% শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে, যা চরম সাম্প্রদায়িক বৈষম্যের শামিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাবৃত্তির ফলাফল অনুযায়ী বান্দরবান জেলায় মোট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ৬৯৫ জন, যারমধ্যে মোট বাঙালী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২১৬ জনের বিপরীতে উপজাতীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৭৯ জন। জনসংখ্যা অনুপাতে বাঙালীরা প্রায় ২৮% কম বৃত্তি পেয়েছে এবং জনসংখ্যানুপাতে বৈষম্য হয়েছে ৫৫.৫৪%।
এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ উক্ত সাম্প্রদায়িক বৈষম্যমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর জনসংখ্যানুপাতে সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। বৈষম্যমূলক আচরণ পরিহারের জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও তারা তা কর্ণপাত করেননি। ফলে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তিতে বৈষম্যের মাত্রা সীমাহীন আকার ধারণ করেছে। সুতরাং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত বাৎসরিক শিক্ষাবৃত্তিতে পাহাড়ের বাঙালীদের সাথে জানাচ্ছি। পার্বত্য
বৈষম্যমূলক আচরণ পরিহার এবং সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে সমাননুপাতে বৃত্তি প্রদানের বিনীত আহ্বান চট্টগ্রাম ছাত্র পরিষদ।
বার্তা প্রেরক
মিছবাহ উদ্দীন
দপ্তর ও প্রচার সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
বান্দরবান পার্বত্য জেলা।