খাগড়াছড়ি পার্বত্য জেলার কল্যাণপুরের এক বাঙ্গালী গাছ ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছে। সন্দেহের তীর আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের দিকে।
অপহৃত গাছ ব্যবসায়ীর নাম মো. শরিফুল ইসলাম রাসেল। পরিবার সূত্রে জানা যায়, গত- ৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাসেল নিখোঁজ৷ পরবর্তীতে রাসেল অপহৃত হয়েছে, এই মর্মে মুঠোফোনে জানতে পারলে তার মুক্তিপণ হিসেবে পরিবার অপহরণকারী সন্ত্রাসীদের ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার টাকা) প্রদান করে। কিন্তু অপহরণকারীরা মুক্তিপণ নিয়েও রাসেলকে মুক্তি দেয়নি। এরপর থেকে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এই নিয়ে অদ্য ১৫ নভেম্বর সকাল ১০ ঘটিকায় এলাকাবাসীর ব্যানারে খাগড়াছড়ি সদরে এক বিক্ষোভ মিছিল শেষে মুক্তমঞ্চে মিলিত হয়ে অপহরণ ঘটনার তীব্র নিন্দা জানায়। এবং দ্রুত অপহৃতের মুক্তির দাবিতে আগামী ৪৮ ঘন্টা আল্টিমেটার দিয়ে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।
রাসেল অপহৃত নিয়ে তার পরিবার খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাঙ্গালী জানান, “গাছ ব্যবসায়ী রাসেলের সঙ্গে এক সময় সন্ত্রাসীদের গভীর সম্পর্ক ছিল। তাদের সঙ্গে ওঠাবসা ছিল। কিন্তু ঠিক কী কারণে তাকে বর্তমানে অপহরণ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ইতিহাস বলে যেসব বাঙ্গালীর সঙ্গেই সন্ত্রাসীদের ওঠাবসা বা গভীর সম্পর্ক ছিল কাউকে তারা বাচিয়ে রাখেনি। আঞ্চলিক সন্ত্রাসীরা মনে করে, যারা নিজ জাতির সঙ্গে বেইমানি করে তারা যে ভবিষ্যতে তাদের সঙ্গে বেইমানি করবে না তার কোন গ্যারান্টি নেই। তাই তারা জাতির সঙ্গে দ্বিমুখী আচরণ করা ব্যক্তিদের বাচিয়ে রাখেন না। জানিনা রাসেলের সঙ্গে ঠিক কী ঘটেছে। এর আগে ২০১৯ সালে মাটিরাঙ্গা থেকে তিন বাঙ্গালী গাছ ব্যবসায়ীকে ইউপিডিএফ অপহরণ করে। অপহরণের ৪ বছর অতিবাহিত হলেও তাদের ইউপিডিএফ সন্ত্রাসীরা ছেড়ে দেয়নি। তাদের সঙ্গেও গভীর সম্পর্ক ছিল ইউপিডিএফ এর। একপর্যায়ে চাঁদার টাকা এবং বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি হলে তাদের অপহরণ করে। এখন অবৈধ গাছ ব্যবসায়ীদের বুঝা উচিত জাতি তথা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সন্ত্রাসীদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যেনো নিজের ভবিষ্যত অন্ধকারে ধাবিত না করে।”