রাঙ্গামাটি পার্বত্য জেলার ফরমোন পাহাড়টি ভ্রমনপিয়াসু পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু উপজাতি সন্ত্রাসীরা পর্যটকদের এই আগমনের সুযোগ নিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে।
অদ্য (রবিবার) ১৪ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে আটটায় টিবিমনপাড়া এলাকায় পর্যটকদের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে নেয়ার ঘটনা ঘটে। সাড়ে সাতটা হতে সাড়ে আটটার মধ্যে ১৬ জন পর্যটকের নিকট হতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক মোবাইলসহ মানিব্যাগ কেড়ে নেয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই রাঙামাটি জোনের সেনাসদস্যরা সন্ত্রাসী এ দলটিকে চিহ্নিত ও গ্রেপ্তার করার অভিযানের নামে। ভুক্তভোগী পর্যটকদের সাথে কথা বলে এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেনা সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ভুক্তভোগী পর্যটকরা সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে হতে মন্টু চাকমা নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়। আটককৃত মন্টু চাকমা কাউখালী উপজেলার টিবিমনপাড়া এলাকার পাইঅংশী চাকমার পুত্র।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইউপিডিএফ সদস্য বলে জানায়। তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।