বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে মিজোরামে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে জেএসএস।

0
1

গতকাল ২৪ জানুয়ারী ভারতের মিজোরাম রাজ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন জেএসএস-এর সশস্ত্র শাখা প্রশিক্ষণ নিচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে মিজোরাম ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম Digital News Daily Mizoram

১৯৯৭ সালের ২-রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করা পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র শাখা প্রশিক্ষণ নিচ্ছে বলে তথ্য দিয়েছেন মিজোরামের গোয়েন্দা সংস্থা সমূহ। এ নিয়ে ঘোর প্রতিবাদ জানিয়েছে পামরা সংগঠন তথা পীস একর্ড এমএনএফ রিটার্নিস’ এসোসিয়েশন। উক্ত গোয়েন্দা সংস্থা সমূহ রিপোর্ট অনুযায়ী ইদানিং জেএসএস সন্ত্রাসীরা গোপনে মিজোরামে প্রশিক্ষণ নিচ্ছে আর এ প্রশিক্ষণের পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ সহ ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করবে। এ রাষ্ট্রবিরোধী তথ্যটি পাওয়ার পর মিজোরাম সরকার সহ মিজৌ এনজিও সংস্থা সমূহ রাজ্যের অভ্যন্তরে চাকমা বাহিনীর তৎপরতার বিরুদ্ধে সকল কর্মকান্ড বন্ধের জন্যে উদ্যোগ গ্রহণ করছে।

মিজোরাম গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যেসব এলাকায় জেএসএস সন্ত্রাসীরা ট্রেনিং নিচ্ছে সেসব এলাকার নাম হচ্ছে-

লুলেই জেলার:
১) সালমুরে;
২) তারাবান;
৩) চুমচুমি;
৪) মালছড়ি (জেএসএসদের ফ্যামিলি কোয়ার্টারস);
৫) ভালুক্যাছড়ি;
৬) আন্দারমানিক।

মামিট জেলায়ঃ
১) সিলসুরি (কোম্পানি কমান্ডার আলো চাকমা);
২) আমছড়ি (কমান্ডার বিনেন্দ চাকমা).

এই সব স্থান গুলোতে জেএসএস সন্ত্রাসীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। আর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা, লশেল ডেভিড বম, উষাতন তালুকদার এবং জেএসএস সন্ত্রাসী সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে নির্দেশনা দেয়। গুয়েন্দা সংস্হার মতে, জেএসএস সন্ত্রাসী সংগঠন তাদের আঞ্চলিক পরিষদের অর্থ (সরকারি প্রোজেক্টের টাকা) দিয়ে অস্ত্র সহ সামরিক সরঞ্জামাদি ক্রয় করে আসছে। মিজোরাম রাজ্যে এই সামরিক প্রশিক্ষণের মত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্যে মিজোরামের সকল এনজিও সংস্থা প্রতিবাদ জানিয়েছে।

জেএসএস সন্তু গ্রুপের প্রতিপক্ষ সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), ইউপিডিএফ প্রসিত গ্রুপ সহ অন্যান্য সংগঠনগুলো ভারতে জেএসএস এর প্রশিক্ষণ ঘাঁটি থাকার অভিযোগ দীর্ঘদিন থেকে করে আসছে।

১৯৯৭ সালের পার্বত্য চুক্তির সময় জেএসএস সরকারের নিকট সম্পূর্ণ অস্ত্র আত্মসমর্পণ্য করেনি৷ ভা মরিচাধরা অস্ত্র গুলো জমা দিলেও বেশিভাগ অস্ত্র রেখে এখনো সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে। এ দিকে সরকার চুক্তি বাস্তবায়ন করছে না বলে নানা হুংকার দিচ্ছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি ভারতে জেএসএস এর সশস্ত্র কার্যক্রম ও ঘাঁটি রয়েছে তা পূর্ব থেকে ধারণা করা হয়েছিল।

নিউজটি মিজো ভাষা থেকে বাংলা করা হয়েছে।

Source: News Website Link…


https://www.dndmz.com/pamra-in-mizoram-chhunga-chakma-hel-pawl-training-ngaimawh/?fbclid=IwAR3VpXlKjJTi2UUGfldAgauBvm00XPOH95IzJzN0FAJR84L3Gt4NTGpaAAc

আগের পোস্টপার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলের সবচেয়ে সহজ হাতিয়ার বৌদ্ধ বিহার নির্মাণ!
পরের পোস্টবান্দরবনে শীতার্তদের মাঝে পিসিএনপি’র কম্বল বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন