খাগড়াছড়ি জেলার রামগড় থেকে শান্তি পরিবহনের বাঙ্গালী এক চালককে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা।
রামগড় উপজেলার ঢাকা কলোনী এলাকা থেকে শান্তি পরিবহনের চালক আবদুল বারেককে অপহরণ করেছে বলে জানা যায়।
অদ্য (বুধবার) ৩১ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে অপহরণের ঘটনা ঘটে। অপহরণ ঘটনার পর আইন শৃঙ্খলা-বাহিনী উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হননি এবং জড়িত কাউকে আটক করতে পারেনি।
শান্তি পরিবহন থেকে নির্ধারিত সময়ে দাবিকৃত চাঁদা না পেয়েই শান্তির চালককে অপহরণ করেছে বলে জানিয়েছে সূত্র।
স্থানীয় সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদে জড়িত থাকা সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে। অপহরণের পর থেকে আতঙ্ক বিরাজ করছে খাগড়াছড়ি বাস চালকের মধ্যে।