সে কলমের ছোঁয়ায় প্রতিবাদ করতে অন্যায়ের আর ফুটিয়ে তুলবে ন্যায়ের কথা। সে কলম দিয়ে যদি পাহাড়ে তথ্য সন্ত্রাস করা হয় তখন বলতে ইচ্ছে করে সন্ত্রাসী মদদপুষ্ট ব্লগাররা কলমকেও অপবিত্র করেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধে যখনই কোন অভিযান শুরু করার চেষ্টা করে তখন নিরাপত্তা বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে লেখালেখির মাধ্যমে। ভূল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এর মাধ্যমে সরকারি কাজ ব্যাহত করে। যার কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। এমন লেখালেখি করে কী লাভ যে লেখা জাতি তথা দেশের অকল্যাণ বয়ে আনে? কথাটি বলছিলাম এজন্যে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলাতে দেখা যায়, জেএসএস ও ইউপিডিএফ মদদপুষ্ট ব্লগারদের মিথ্যা লেখার ব্লগে সয়লাব।
পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিজেদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড রক্ষায় সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। নানা গল্প কাহিনী লিখি প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের হীন উদ্দেশ্য পাহাড়ের মানুষ জানে। সত্য মিথ্যা জাজমেন্ট করার মানুষের বিবেকবুদ্ধি আছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে টিকতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য সন্ত্রাসে লিপ্ত হচ্ছে। এসব তথ্য সন্ত্রাস মানুষের কাছে এখন স্পষ্ট।