রুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান।

0
2

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান করেছে বান্দরবান রিজিয়নের রুমা জোন।

অদ্য ৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ ঘটিকায় রুমা জোন কর্তৃক বেথেল পাড়া, ইডেনপাড়া, লাইরনপি পাড়া, মুনলাইপাড়া, হ্যাপি হিলপাড়া, হরমোন পাড়া, রনিন পাড়া, আর্থা পাড়া, মুলফি পাড়া এবং খামতাং পাড়ায় বিভিন্ন চার্চে ইস্টার সান ডে উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি। রুমা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক উপস্থিত সকলকে অবহিত করেন।

আগের পোস্টবিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
পরের পোস্টবান্দরবান রিজিয়ন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারের উপহার সামগ্রী বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন