পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়িন কমান্ডারের নেতৃত্বে রবিবার অদ্য ৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল থেকে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারের উপহার সামগ্রী (কেক) বিতরণ করা হয়েছে এবং জেতবান বৌদ্ধ বিহারের পুরোহিত বিচারিন্দার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়িন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে অবহিত করেন।