সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্রসহ কেএনএফ এর ৮ সদস্য গ্রেফতার।

0

পার্বত্য বান্দরবান জেলার রুমা উপজেলার ধুপানিছড়া পাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কেএনএফের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অদ্য মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়নের অধীনস্থ ১৬ ইস্ট বেঙ্গল ধুপানিছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৮ সদস্যকে আটক করেছে।

বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত ১৬ ইষ্ট বেংগল এর সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন ধুপানিছড়া পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প হতে মেজর রাজীবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে গমনের উদ্দেশ্যে যাত্রা করে। পথে ধুপানিছড়া পাড়ার কাছে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন পালানোর চেষ্টা চালায়। গোয়েন্দা তথ্যে ছিলো, কেএনএফ নেতা সলোমন বমের অনুসারি কেএনএ সন্ত্রাসীরা ধুপানিছড়া পাড়ায় অবস্থান করছে।

এ সময় সেনা সদস্যরা ধুপানিছড়া পাড়া ঘেরাও করে ৮ জন কেএনএ সন্ত্রাসীকে আটক করে। এছাড়াও টহল দল অনুসন্ধান অভিযান পরিচালনা করে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ০২ টি মোবাইল ফোন এবং ০২ টি আইডি কার্ড উদ্ধার করে।

আগের পোস্টরাঙ্গামাটিতে ৯দিন ধরে নিখোঁজ দুই ইউপি সদস্য: অভিযোগের তীর জেএসএস সন্তুর দিকে।
পরের পোস্টজনশ্রুতি আছে কেএনএফ প্রতিষ্ঠাতা নাথান বমের পৃষ্ঠপোষকতা ছিলেন সন্তু লারমা!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন