বিলাইছড়ি জোনের উদ্যোগে রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে রাঙ্গামাটি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সেনা জোনের উদ্যোগে রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার এবং প্রিন্টার প্রদান করা হয়েছে।
আজ, সোমবার (২২ এপ্রিল) বিলাইছড়ি সেনা জোন এর পক্ষ হতে রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার এবং প্রিন্টার প্রদান করেন বিলাইছড়ি জোন কমান্ডার। এছাড়াও সব সময় দূর্গম বিলাইছড়ি এলাকায় সকল ধরনের মানবিক সহায়তা, আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিলাইছড়ি সেনা জোন।
উক্ত অনুষ্ঠান শেষে জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।