অভিযান ইস্যুতে বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করল ইসি।

0

যৌথ বাহিনীর অভিযান চলার কারণে পার্বত্য জেলা বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসি নির্বাচন সংশ্লিষ্টদের সাথে একটি সমন্বয় সভা করে। সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আজ ষষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় ও বিভাগ এর সিনিয়র সচিব, সচিব ও প্রধানদের সঙ্গে একটি সার্বিক সমন্বয় সভা হয়েছে।”

“উক্ত সভায় সিদ্ধান্ত হয়েছে- যেহেতু পার্বত্য জেলা বান্দরবানের থানচি, রুমা ও রংছড়ি উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে, তাই অবস্থা বিবেচনায় এই তিন উপজেলায় ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন,” বলেন ইসি সচিব।

সীমান্তের কাছে হওয়ায় মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশের বান্দরবান সীমান্তবর্তী এলাকায়ও পড়েছে। পার্শ্ববর্তী দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্বের দরুণ সীমান্তে প্রায়ই গোলাগুলিসহ মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

এমন পরিস্থিতিতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের অনেক সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আগের পোস্টসেনা অভিযানে রুমায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী নিহত।
পরের পোস্টথানছি সীমান্ত সড়কের ৮কিলো এলাকায় ট্রাক লক্ষ্য করে গুলি (ভিডিও)

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন