রাঙামাটিতে চলছে ইউপিডিএফ সন্ত্রাসীদের ডাকে গবিরোধী ধ্বংসাত্বক কর্মসূচি।

0

লংগদুতে জেএসএস সন্তু কর্তৃক ইউপিডিএফ প্রসিত মূলদলের দুই সদস্য নিহতের প্রতিবাদে ২০ মে রাঙামাটি জেলায় ইউপিডিএফ সহযোগী অঙ্গসংগঠনের ডাকে অর্ধদিবস সড়কপথ ও নৌপথ অবরোধ চলছে। সকাল ৫ টা থেকে অবরোধ চলছে রাঙামাটি সদর সাপছড়ি, যৌথখামার, কতুকছড়ি, নানিয়ারচর, বুড়িঘাট, ঘিলাছড়ি, টিএন্টি বাজার, গর্জনতলী, কাউখালী সুগারমিল ও বাঘাইছড়ি-সাজেকের বিভিন্ন এলাকায়।

অবরোধে সড়কে অবস্থান নিয়েছে ইউপিডিএফ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের সহযোগী অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। তারা সড়কে প্রতিবান্ধকতা সৃষ্টি করতে গাছের গুটি ফেলেছে এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছে৷ এর ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পর্যটক ও বিভিন্ন পেশাজীবি মানুষ।

জানা যায়, অবরোধের কারণে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে জনসাধারণে। ইউপিডিএফ, জেএসএসসহ আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা অস্ত্রবাজি, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানাহানি, খুনাখুনি ও সংঘর্ষে লিপ্ত হয়। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভুক্তভোগী হতে হয় পাহাড়ের সাধারণ মানুষদের। আজকে তারা গণতান্ত্রিক আন্দোলন বাদ দিয়ে সড়কে জ্বালাও পোড়াও এর মত গণবিরোধী ধ্বংসাত্মক কর্মসূচি বেছে নিয়েছে৷ যা সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহসহ বিভিন্ন কর্মে প্রভাব ফেলবে। সন্ত্রাসীরা অবরোধের নামে নৈরাজ্য ও অরাজকতা পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে যাচ্ছে৷ বেলা বাড়তে বাড়তে অবরোধের তীব্রতা বাড়ানো, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করার জন্য রাঙামাটি সদরের সাপছড়ি, কতুকছড়ি ও বাঘাইছড়ি সাজেক অবস্থান নিয়েছে ইউপিডিএফ সহযোগী উগ্র অঙ্গসংগঠন।

তাদের এই নৈরাজ্য ও নাশকতা বন্ধে রাঙামাটি সদর সাপছড়ি, যৌথখামার ও তার আশেপাশের এলাকায় জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে৷ সকাল থেকে রাঙামাটি সদর ও তার আশেপাশের এলাকায় সেনাটহল দিচ্ছে যার কারণে জনসাধারণে ভয়ভীতি শঙ্কা অনেকটাই কমে আসছে। পর্যটকবাহী গাড়িসহ প্রয়োজনী যানবাহন পারাপারে রাঙামাটি সদর জোনের সেনাবাহিনীকে এগিয়ে আসতে দেখা গেছে। যে কোনপ্রকার নৈরাজ্য, নাশকতা ও অরাজকতা ঠেকাতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি জননিরাপত্তা ও শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী।

উল্লেখ যে, গত ১৮ মে সকালে লংগদুতে ইউপিডিএফ এর দুই সদস্যকে প্রতিপক্ষ গ্রুপ কর্তক হত্যা করার অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে গত ১৯ মে এই সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি।

আগের পোস্টকেএনএফের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্বজাতি বম সম্প্রদায়।
পরের পোস্টসেনা বিরোধী ওয়ারেন্টভুক্ত আসামী কে দেখা গেছে পুলিশের সামনে অবরোধ পালন করতে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন