কেএনএফ তিন সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।

0

বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো তিন সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।

অদ্য শনিবার (২২ জুন ২০২৪) দুপুরে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক কেএনএফের সদস্যরা হলো, গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)। এরা সকলেই পাইন্দু ইউপি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এর আগে শুক্রবার (২১ জুন) রুমা পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, রুমা থেকে গ্রেফতারকৃত তিন কেএনএফ সদস্যকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি ও রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের হয়। পরে বান্দরবানে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযানে নামে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১০৮ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

আগের পোস্টবান্দরবানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের আত্মপ্রকাশ।
পরের পোস্টচাঁদার জন্য ইউপিডিএফ বাঙ্গালী ৫ একর মিশ্র ফলজ বাগান কেটে ধ্বংস করে দেয়।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন