সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা ও শান্তি-সম্প্রীতি রক্ষাসহ স্থানীয় জনগোষ্ঠীর বিনোদনের জন্য বিভিন্ন সময় ক্রিড়া সামগ্রী বিতরণ করে থাকে৷
তারই ধারাবাহিকতায় অদ্য- সোমবার (২৪ জুন) সকাল ১০:৪০ ঘটিকায় রাঙামাটি সদর জোনের ফরমোন টিওবি কর্তৃক টিবিমনপাড়া উপজাতি জনগোষ্ঠীর খেলোয়াড় তথা শিশু-কিশোরদের বিনোদনের জন্য ক্রিড়া সামগ্রীর অংশ হিসেবে ফুটবল উপহার প্রদান করা হয়।
টিবিমনপাড়ার স্থানীয় কারবারী (১) রমেজ চাকাম (১৭), পিতামৃত: অরুন চাকমা, (২) জয় চাকমা (১৫), পিতা: সুনিতি চাকমার একটি তালিকা টিওবিকে পাঠালে ওয়ারেন্ট অফিসার ইমাম তাদের মধ্যে ক্রিড়া সামগ্রীর অংশ হিসেবে ফুটবল উপহার প্রদান করেন।
সেনাবাহিনী থেকে ফুটবল উপহার পেয়ে উপজাতি জনগোষ্ঠীর শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করেছে। তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।