তোমাদের কিছু নামধারী নেতা তোমাদের ষড়যন্ত্রের ফাঁদে ফেলে তাদের ফায়দা হাসিল করছে কি?
বাঙালি জাতীয়তাবাদ, বনাম বাংলাদেশী জাতীয়তাবাদ।
আওয়ামীলীগ বাঙালি জাতীয়তাবাদ আর বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাস করে।
এটা রাষ্ট্রীয় পরিচয়, এই রাষ্ট্রের মধ্যে আমরা যারা আছি বাঙালি বা বাংলাদেশী এটি রাষ্ট্রের নাগরিক সিটিজেনশিপ এর পরিচয় বহন করে।
আওয়ামীলীগ বাঙালি বিএনপি বাংলাদেশী, এটি জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের কোন পরিচয় নয়, এটি হচ্ছে রাষ্ট্রের একটি পরিচয় কিন্তু এই বিষয়টি এমন ভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি কিছু ষড়যন্ত্রকারীরা প্রচার করছে যে, এর দ্বারা তোমাদেরকে বোঝানো হচ্ছে তোমাদের যাত, ধর্ম, সংস্কৃতি, সব চলে যাচ্ছে।
আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হলো তুমি বাংলাদেশের নাগরিক। তুমি দেশের বাইরে গেলে কি পরিচয় দিবে? অবশ্যই বাংলাদেশের নাগরিক।
সেখানে তো জুম্ম, চাকমা, মারমা, ত্রিপুরা পরিচয় দেওয়ার সুযোগ নেই, অথচ সাধারণ এই বিষয়টি নিয়ে তোমাদের বুঝাচ্ছে যে তোমাদের জাত চলে যাচ্ছে! বিষয়টি হাস্যকর নয় কি?
লেখক: জয় দাশ, পার্বত্য চট্টগ্রাম