পাহাড় ধ্বসে বান্দরবান-রুমা সড়কে যান চলাচল বন্ধ, সেনাবাহিনীর তৎপরতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক।

0

বান্দরবানে দুদিনের টানা বর্ষণে পাহাড় থেকে মাটি ধসে সড়কের ওপর পড়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (০১ জুলাই) দুপুরে রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়া এবং খুমী পাড়ায় মাটি ধসে সড়কের ওপর জমে থাকায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এসময় সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে পড়ে। উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীসহ পথচারীরা।
এমন পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে সেনাবাহিনী কাজে নেমে পড়ে। সেনাসদস্যের অক্লান্ত পরিশ্রমে এবং প্রচেষ্ঠায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

সেনাবাহিনীর কল্যাণে সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হওয়াই সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে আটকে পড়া যাত্রী ও পথচারীরা। তারা বলেন, একমাত্র সেনাবাহিনী এগিয়ে আসায় সড়কটি দ্রুত সময়ে যান চলাচলে স্বাভাবিক হয়।

আগের পোস্টবিলাইছড়িতে অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
পরের পোস্টজেএসএস এর প্রকাশিত অর্ধ-বাৎসরিক প্রতিবেদন পুরোটাই মিথ্যা ও অপপ্রচার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন