সেনাবাহিনীর বিরামহীন প্রচেষ্টায় সাজেকে যানচলাচল স্বাভাবিক, ফিরছেন আটকে থাকা পর্যটকরা।

0

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদীর পানি বেড়ে যায় এবং পাহাড় ধসে বিভিন্ন স্থানে রাস্তা ব্লক হয়ে যায়। এতে সাজেকের সাথে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে পর্যটকরা। প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েন সাজেকে।
আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি টিম শুরু থেকেই মাঠে সক্রিয় ছিল।

সেনাবাহিনীর বিরামহীন প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বৃষ্টিতে পাহাড় ধ্বসে ব্লক হওয়া রাস্তা পরিস্কার করা হয়। ডুবে যাওয়া রাস্তা পারাপারের জন্য সেনাবাহিনী নৌকা দিয়ে সহায়তা করে পর্যটকদের। তাছাড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সর্বদা তৎপর ছিল। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সাজেকে যানচলাচল স্বাভাবিক হয়।

পর্যটকরা দ্রুত নিজ গন্তব্যে পৌছাতে পেরে সেনাবাহিনীর ভূয়সী প্রসংসা করতে দেখা যায়।

প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ সকল বিষয়ে জনগনের পাশে থাকায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড়ের মানুষ আস্থার ঠিকানা হিসেবে বিবেচনা করে।

আগের পোস্টজেএসএস এর প্রকাশিত অর্ধ-বাৎসরিক প্রতিবেদন পুরোটাই মিথ্যা ও অপপ্রচার।
পরের পোস্টপঞ্চদশ সংশোধনী আইন বাতিলইউপিডিএফের বিক্ষোভ কর্মসূচি পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির নতুন পায়তারা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন