বাঙালিদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি: ছাত্র পরিষদ বান্দরবান।

0

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সংবিধানের আলোকে কোটা সুবিধার অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।

এ সময় উপস্থিতি ছিলেন চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট জনসংখ্যার ৫১ শতাংশ বাঙালি হলেও শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়ের বসবাসরত বাঙালিরা পিছিয়ে থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। তাই পাহাড়ে বসবাসরত জনসংখ্যা অনুপাতে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রদত্ত কোটাকে পুনঃবণ্টনের জোর দাবি জানান তিনি।

আগের পোস্টকুকি-চিন নয়, বম পার্টির সন্ত্রাসবাদ: পাহাড়ে ভ্রান্ত পরিচয় ও অশান্তির কারিগর।
পরের পোস্টশিক্ষা উন্নয়নে ভূমিকা রাখায় অনগ্রসর জাতির আলোর প্রদীপ সেনাবাহিনী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন