খাগড়াছড়ির ভয়াবহ বন্যায় নিশ্চুপ রানী ইয়েন ইয়েন।

0

লেখক: আতিকুর রহমান শুভ পার্বত্য চট্টগ্রাম:

পাহাড়ের সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন ঘটনা নিয়ে সবসময় রানী ইয়েন ইয়েনকে সবর ভূমিকায় দেখা যায়। আর পার্বত্য চট্টগ্রামে পান থেকে চুন খসলে সেনাবাহিনী ও বাঙালির চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা তার প্রধান কাজ।

কে এই রানী ইয়েন ইয়েন? তিনি হলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের দ্বিতীয় পত্নী রানী ইয়েন ইয়েন। বার্মিজ বংশোদ্ভূত (রাখাইন সম্প্রদায়) ইয়েন ইয়েন চাকমা রাজপরিবারের রানী হিসেবে আসার পর থেকে তার বিতর্কিত কর্মকাণ্ড শুরু হয়েছে। পাহাড়ের বিভিন্ন ঘটনাচক্রে নিজেকে জড়িয়ে সবসময় আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তার এক নেশা।

সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সারাদেশের মানুষ মানবিক ডাকে সাড়া দিয়েছে। আমরা দেখেছি গরীব থেকে ধনী এবং শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত বন্যার্তদের ত্রাণ সাহায্যে যে যার যার মত এগিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ কালেকশন চলছে। সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় এখন ফেনী আর খাগড়াছড়ি প্রধান শিরোনাম। কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে তার নিশ্চুপতা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ঠকানো ছাড়া বৈকি? হাজার হাজার টাকা জনগণ থেকে কর আদায় করে কিন্তু বন্যার সময় জনগণকে তার ন্যাযতা না দেওয়া প্রতারণার সামিল।

আলোচনার এই মহারানী ইয়েন ইয়েন কে হয়তো অনেকেই চিনেন নারীবাদী ও নারী জাগরণের অগ্রদূত হিসাবে। কিন্তু তিনি যে একজন সাম্প্রদায়িক নারী তা কিন্তু তার বিগত বছরগুলোর ফেসবুক পোস্ট ও জীবনাচার থেকে স্পষ্ট। নিবিড়ভাবে দৃষ্টি না রাখলে তার বিষয়ে জানা সম্ভব নয়। ইস্যু ভিত্তিক ঘটনায় মহারানীকে ইনিয়ে বিনিয়ে সেনাবাহিনী আর বাঙালির বিরুদ্ধে কথা বলতে দেখবেন, এবং পাহাড়িদের দুঃখ কষ্টের লাঞ্ছনা বঞ্চনা তুলে ধরতে দেখবেন। এসব দেখে তাকে মানবতার ফেরিওয়ালাও উপাধি দিতে পারেন সমস্যা নেই। কিন্তু সে যে একজন সাম্প্রদায়িক মানসিকতার নারী এবং উগ্র জাতীয়তাবাদ লালন করে সে বিষয়টি কীভাবে এড়িয়ে যাবেন? সেটা একজন সচেতন মানুষ হিসেবে নিজের কাছে প্রশ্ন করুন৷

খাগড়াছড়ি জেলায় বন্যায় বিস্তৃত এলাকা প্লাবিত হয়। গ্রামগুলো পানিতে ডুবে মানুষদের জীবনযাত্রা ব্যাঘাত। সেখানে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এই এসময় পাহাড়ের রানী হিসেবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের পাশে দাঁড়ানোটায় সবার প্রত্যাশা ছিল। কিন্তু ইয়েন ইয়েন এখানে প্রকৃত মহারানী হিসেবে নিজেকে আসীন করতে যথাযথভাবে ব্যর্থ হলেন।

আগের পোস্টহাতিয়ার এক ভয়ঙ্কর সন্ত্রাসীর নাম চরঈশ্বরের রাশেদ মেম্বার।
পরের পোস্টভয়াবহ বন্যায় স্বজাতির পাশে নেই কোন আঞ্চলিক নেতা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন