পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ভয়াবহ বন্যায় পরিস্থিতিতে পানিবন্দী এবং খাদ্য সংকটে পরে চরম দিশেহারা হয়ে পরেছিল পাহাড়ের লোকজন। তখনই মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন বাংলাদেশের অকুতোভয় সেনাবাহিনীর সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে পর্বতের বন্যায় কবলিত বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। ভয়াবহ বন্যায় আটকে পরা পাহাড়ি লোকজনকে সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনেন। আশ্রয়কেন্দ্র গুলোতে থাকা অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার দেয়া থেকে শুরু করে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এই ভয়াবহ বন্যার ভয়াবহতা কাটিয়ে তুলছেন সেনাবাহিনী। এবং যারা অসুস্থ তাদেরকেও নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।
পর্বতে একটানা বৃষ্টিতে সব সময়ই পাহাড় ধসের সম্ভাবনা থাকে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। পানিতে তলিয়ে যায় ফসলি জমি। মানবেতর জীবনযাপন করে লাখো মানুষ। পার্বত্য এলাকায় পাহাড়ধস, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল, বজ্রপাত, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেশি। এখানে যে কোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান অপরসীম।
অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে কখনো পিছপা হয়না। বাংলাদেশ সেনাবাহিনী আত্মত্যাগে, দেশ ও জাতির যে কোনো দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে। পার্বত্য চট্টগ্রামে যে কোন বন্যা-দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেনা সদস্যরা নিরীহ পার্বত্য জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তারপরও একটি দেশদ্রোহী মহল দেশপ্রেমিক সেনাবাহিনীর নামে কুৎসা রটাতে বিভোর। পক্ষান্তরে এই মহলকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি। বিষয়টি পাহাড়ি লোকজনের দৃষ্টি এড়ায়নি। তাই পাহাড়িরাও শত বাধা-বিপত্তি উপেক্ষা করে বলতে শুরু করেছে পর্বতে সেনাবাহিনীই একমাত্র আমাদের নিবেদিত প্রাণ হিসেবে সর্বদা পাশে থাকছে। যা ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় আমরা প্রমাণ পেয়েছি।
ইতোমধ্যে পর্বতের লক্ষাধিক লোকজন সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বন্যার তীব্র ভয়াবহতা কাটিয়ে উঠেছে। যাদের অনেকের ঘরবাড়ি বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে আবার অনেকের গবাদি পশুসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে গেছে। ব্যাপক ক্ষতিসাধনের শিকার হয় লোকজন। তারা আশ্রয় কেন্দ্র থেকে ফিরে জীবনের নিয়মে আবার নতুন করে ঘরবাড়ি সংস্কার,পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজাচ্ছে।