রুমা সেনা জোন কর্তৃক উপজাতি সম্প্রদায়ের সাথে নবান্ন উৎসব পালন।

0
168

অদ্য রবিবার (১৫ সেপ্টেম্বর) ২০২৪ খ্রিস্টাব্দে বান্দরবান জেলার রুমা উপজেলা অবস্থিত রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল)-এর তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন ক্যাম্প ও টিওবি এর দায়িত্বপূর্ণ এলাকায় উপজাতি সম্প্রদায়ের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

উপজাতি জনগোষ্ঠীদের জীবিকার প্রধান উৎস জুম চাষ জুমের ধান দিয়ে চলে সারা বছরের খাবার। সেই নতুন জুমের ধান ঘরে তোলার মধ্য দিয়ে চলছে পাহাড়ের পল্লিতে নবান্ন উৎসবের আমেজ। তাইতো পাহাড়ের প্রতিটি এলাকায় চলছে নতুন ধানের নবান্ন উৎসব। দীর্ঘ ৯ মাসের পরিশ্রমের বিনিময়ে ফলানো পাকা সোনালি ধান কেটে ঘরে তোলার ব্যস্ততায় থাকেন তারা। জুমে উৎপাদিত পাকা ধানে মুখর হয়ে উঠে উপজাতিদের ঘর। একদিকে সোনালি ধান অন্যদিকে চাষিদের মুখে হাসি যেন পরিপূর্ণতা পায় পাহাড়ের জনপদ। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর উৎসবগুলোই পার্বত্য চট্টগ্রামের অসাম্প্রদায়িক পরিচয় বহন করে। নবান্নের এই উৎসবে পাহাড় জুড়ে মুগ্ধতা ও আনন্দের জোয়ার বয়ে বেড়াচ্ছে। উপজাতি জনগোষ্ঠীর নবান্ন উৎসবকে আরো উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাথে পালন লক্ষ্যে রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল)-এর আর্থাপাড়া, রামথারপাড়া, রৌনিন পাড়া, পাইক্ষ্যং পাড়া এবং ক্যাপলং পাড়া এলাকায় অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ঔষধ সামগ্রী, খাবার বিতরণসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা উপজাতি সম্প্রদায়ের বিভিন্ন উৎসব পালনের নিরাপত্তা বিধানের জন্য তাদের পাশে ছিল, আছে, থাকবে। ভবিষ্যতেও যেকোন প্রতিকূল পরিবেশেও সেনাবাহিনী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষের পাশে থাকবে।

আগের পোস্টরাঙ্গামাটি বিলাইছড়িতে ইয়ুথ গ্রুপের প্রশিক্ষণ ও সনদ বিতরণ।
পরের পোস্টকথিত আদিবাসী প্রশ্নে উপজাতিরাই দ্বিধা বিভক্ত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন