পার্বত্য রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার।

0

পার্বত্য রাঙামাটির পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

রোববার ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেলা ১১টা থেকে রাঙ্গামাটি পার্ব্যত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

তাতে বলা হয়, রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের পোস্টসাম্প্রদায়িক হামলার শিকার বাঙালি যুবক রক্তাক্ত।
পরের পোস্টকাউখালীতে ইউপিডিএফ কর্তৃক গ্রামবাসীদের নির্যাতনের অভিযোগ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন