বয়কট সাজেক।।

0

 

সাজেক উপত্যকায় ভ্রমনে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো উপজাতিদের বাঙালি বিরোধী কর্মকাণ্ড দেখার মাধ্যমে। উপজাতি নামে তারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাদের আমরা সমতলে দেখলে অনেক মানবিকতা দেখাই। কারণ তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপজাতি সম্প্রদায়। সাজেক ভ্রমনে গিয়ে বাস্তবে তার বিপরীত অভিজ্ঞতা অর্জন হলো। গত ১৮ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্তু সাজেক থেকে কোন পর্যটক বের হয়নি তাদের ভয়ে। এমনকি রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে পর্যটকদের অপহরণ পর্যন্ত করেছে এরা। তাদের তান্ডব দেখে আমি হতাশ। এত হিংস্র যে তারা নিজেরা নিজেদের জাতিদের মারতে দ্বিধাবোধ করছেনা। অবৈধ অস্ত্র তারা কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাঁদা আদায়, গুম ও হত্যা তাদের নিত্যদিনের কাজ। আমি সাজেক না গেলে এদের সম্পর্কে ধারনা হতো না। ৪/৫ তিন এত আতংকে ছিলাম যে কখন জানি আমাদের উপর তারা হামলা করে। এ ভয়ে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছি হোটেলে। ৪ দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় খাগড়াছড়ি এসে বাড়ি ফিরলাম। এবার বুঝলাম পাহাড়ে সেনাবাহিনী কেন দরকার। আর কখনো পার্বত্য চট্টগ্রামে সাজেক যাবোনা বলে তওবা করলাম। আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের বলবো পার্বত্য চট্টগ্রামে ব্যাপকহারে নিরাপত্তা বাহিনী মোতায়ন করে দেশকে দেশের সাধারণ জনগণকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করুন। না হয় সাজেক আমাদের থেকে হাত ছাড়া হতে বেশি সময় লাগবে না।

আগের পোস্টদুঃস্বপ্নের সাজেক।
পরের পোস্টসাজেকে বিভীষিকাময় তিনদিন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন