অদ্য বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় মহাসচিব আলমগীর করির বলেন, গত ৫ আগস্টের পর থেকেই উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উপজাতিদের একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে।
উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের উস্কানিতে না জড়ানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
এই সন্ত্রাসী মহল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত।
তারা ধর্মীয় উস্কানিমূলক পথও অবলম্বন করে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে যা খুবই দুঃখ জনক।
উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের নির্লজ্জ আচরণ দেখে আমরা মর্মাহত।
উপজাতি নেতৃবৃন্দদের বলবো আপনারা আপনাদের জাতিকে মানবিক হতে শিখান এবং সাম্প্রদায়িক বিষবাষ্প কেউ ছড়াবেন না।
সকল জাতি গোষ্ঠীর কল্যাণ ও সমৃদ্ধি আমরা কামনা করছি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।