দীঘিনালা থেকে স্বর্ণ কুমার ত্রিপুরার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার।

0

খাগড়াছড়ির দীঘিনালাতে পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের এক বাবুর্চির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার, ১৫ অক্টোবর ভোর রাত্রে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ জাকারিয়া বলেন, ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির খুব কাছ থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রাতে বাসা থেকে ভাত খেয়ে পাড়ায় চলমান সম্মিলিত পাহারার কাজে যাবেন বলে ঘর থেকে বের হন। এলাকায় একজন নিরীহ এবং কর্মঠ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। নিহত স্বর্ণ কুমার এক সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

পুলিশের ধারণা, গত রাতের কোনো এক সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বাকীটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানা যাবে।

তবে স্থানীয়রা বলছেন, আঞ্চলিক দল কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বর্ণ কুমার ত্রিপুরা কোন একটি আঞ্চলিক দলের সোর্স হিসেবে কাজ করেছে এমন সন্দেহ থেকে তাকে প্রতিপক্ষ গ্রুপ হত্যা করে থাকতে পারে।

আগের পোস্টপানছড়িতে জেএসএস ইউপিডিএফ’র মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি চলছে।
পরের পোস্টকথিত আদিবাসী ইস্যুতে জাতিসংঘের স্থায়ী ফোরামের বিবৃতি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন