খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী কারাগারে।

0

নিউজ ডেস্ক: পার্বত্য খাগড়াছড়িতে গ্রেফতার সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ শনিবার (২৬ অক্টোবর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি সদর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় রাজনৈতিক ৫টি মামলা রয়েছে। সব মামলা ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলা।

সাংবাদিক প্রদীপ চৌধুরী দৈনিক সমকাল, দীপ্ত টিভি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতির পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা শাখা ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতির দায়িত্বও পালন করছেন। এই ঘটনার পর খাগড়াছড়ির আরো ৬ জন সাংবাদিককে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে প্রদীপ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল সড়ক থেকে গ্রেফতার করা হয়। প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের অনেক পেশাজীবী সাংবাদিকরা।

এক বিবৃতিতে তারা বলেন, তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা অন্যায় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষার্থে তাৎক্ষণিক মুক্তি দেয়া প্রয়োজন।

আগের পোস্টখুমি সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তংসই।
পরের পোস্টবিলাইছড়ি জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন