বান্দরবান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

0

নিউজ ডেস্ক: বান্দরবানে সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এছাড়া পরবর্তীতে পরিস্থিতি বিবোচনায় থানচি, রুমা, রোয়াংছড়ি উপজেলাও খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার বান্দরবান জেলা প্রশাসন কনফারেন্স রুমে আয়োজিত পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এই ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন উপদেষ্টা কাজল কান্তি দাস, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও জেলার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রাণ। জাতীধর্ম সকলের রুটিরুজির অন্যতম মাধ্যম। এই আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিবোচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত। বর্তমান পরিস্থিতি নায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহেই ভ্রমণের জন্য বান্দরবান জেলার পর্যটন খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী ৭ থেকে ১০ নভেম্বর যে কোনো দিন বান্দরবান সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলায় পর্যটন স্পটগুলো ভ্রমণের জন্য খুলে দেয়া হবে।

সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার বলেন, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক চাকা নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটন ব্যবস্থা বন্ধ থাকায় সংশ্লিষ্টরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সামগ্রিক পরিস্থিতি বিবোচনায় চারটি উপজেলায় পর্যটন খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সম্মলিতভাবে এগিয়ে আসতে হবে। পর্যটকদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিতে হবে, যাতে পর্যটকরা সরকারের সিদ্ধান্তগুলো মেনে ভ্রমণ করেন।

এদিকে পর্যটন শিল্প খুলে দেয়ার দাবিতে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আবাসিক হোটেল মোটেলের মালিক, কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক,
রেষ্টুরেন্ট মালিক শ্রমিক, অটোরিকশা চালক, ট্যুরিস্ট জিনিসপত্রের দোকানের মালিক শ্রমিক কয়েক শতাধিক নারী-পুরুষ বিভিন্ন দাবি-দাওয়া সংক্রান্ত ব্যানার নিয়ে অবস্থান নেন।

আগের পোস্টপর্যটকদের জন্য আবারও দুয়ার খুলছে খাগড়াছড়ির।
পরের পোস্টরুমার প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রিড়া সামগ্রী বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন