দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির স্কুল ঘর নির্মাণ, শিক্ষা উপকরণ বিতরণ।

0

নিউজ ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই ব্যাটালিয়ন ৪১বিজিবি ওয়াগ্গাজোন কর্তৃক দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২নভেম্বর ২০২৪) কচুতলী টিওবি কর্তৃক পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।

স্কুল ঘরটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুল ঘরটি উদ্বোধন করা হয়। স্কুলটি উদ্বোধন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হাসান জাহিদ।

শিক্ষা উপকরণ বিতরণ

এ সময় শান্তিময় চাকমা (কার্বারী) নিকট কচুতলী জুরাছড়ির নিকট নির্মিত স্কুল ঘরটি হস্তান্তর করা হয়।

এর আগে, কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি ৪১ ব্যাটালিয়ন কর্তৃক জুরাছড়ি দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির আওতাধীন কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজিলুর রহমান ভূঁইয়া ৩টি পাড়ার চাকমা সম্প্রদায়ের ৪৭টি, তংচঙ্গা সম্প্রদায়ের ৮টি পরিবারকে নতুন স্কুল ঘর নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।

এ সময় পাড়ার কারবারি, স্কুল শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আগের পোস্টসন্তু গ্রুপ কর্তৃক এক ইউপিডিএফ সমর্থিত ইউপি সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ।
পরের পোস্টপাহাড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে চাঁদা আদায় উন্নয়ন কাজে বাঁধা প্রদানের শামিল।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন