সন্তু গ্রুপ কর্তৃক এক ইউপিডিএফ সমর্থিত ইউপি সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ।

0

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসী গ্রুপ সমর্থিত ইউপি সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গত ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পানছড়ির ধুধুকছড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ইউপি সদস্যের নাম শান্তি রঞ্জন চাকমা (৫৫), পিতা- বীরলক্ষ চাকমা, গ্রাম- দেওয়ান পাড়া, ধুধুকছড়া, লোগাং ইউপি, পানছড়ি, খাগড়াছড়ি। সে দীর্ঘদিন ধরে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সোর্স ও সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে এমনটা জেএসএস সন্দেহ করে আসছিল। এই জনপ্রতিনিধি ইউপিডিএফ এর সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিল বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন (১০ নভেম্বর) ভোর ৫/৬টার সময় বিপ্লব চাকমা, তুংগুল চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ৪৫/৫০ জনের একটি সশস্ত্র দল লোগাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ান পাড়ায় হানা দেয়। তারা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। পরে চলে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা ইউপি সদস্য শান্তি রঞ্জন চাকমাকে বিনা অপরাধে নিজ বাড়ি থেকে জোরপূর্বকভাবে সীমানা পাড়ায় তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাঁকে বেদম মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা মেম্বারের কাছ থেকে তারা মিটিঙ ডাকলে না যাওয়া, তাদেরকে ভাতের যোগান না দেওয়া ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে বলে জানা যায়।

পরে ঐদিন দুপুর ২টার দিকে লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমাকে ফোন করে সন্ত্রাসীরা শান্তি রঞ্জন চাকমাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

আগের পোস্টপাহাড়ে শান্তি ফেরানোর চ্যালেঞ্জ: ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
পরের পোস্টদুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির স্কুল ঘর নির্মাণ, শিক্ষা উপকরণ বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন