খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ১টি পরিবারের মাঝে টিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
অদ্য মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭.৫ বান্ডেল টিন সুবিধাভোগীর হাতে তুলে দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক।
সুবিধাভোগী হলেন – দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার খোরশর্দ আলম (৩৮)। প্রয়োজনের সময় দীঘিনালা জোন এর কাছ থেকে এমন সাহায্য পেয়ে তিনি গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ সময় দীঘিনালা সেনা জোন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সেনাবাহিনী নিয়মিত কাজের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সুখে-দুঃখে অতীতের ন্যায় ভবিষ্যৎও পাশে থাকবে।