হিল নিউজ বিডি: আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে, বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা উপজেলার রুমা জোন কর্তৃক মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)-এর একটি গোপন আস্তানা ধ্বংস করেছে। অভিযানে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেশ কয়েকটি টহল দলের সাহায্যে মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় অতর্কিত সেনা অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, ওয়াকি টকি সেট ও ইউনিফর্মসহ আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।
কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল, এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ যে, কেএনএফ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবান জেলার ৯টি উপজেলা নিয়ে কুকিল্যাণ্ড গঠনে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত জনপদ অশান্ত করে আসছিল। চলতি বছর গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ জেলার রুমা ও থানচি সোনালী ব্যাক ও কৃষি ব্যাংক ডাকাতিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে। তারপর থেকে অশান্ত সম্প্রীতির বান্দরবান।