আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪) খ্রিস্টাব্দ সকাল ৮ ঘটিকায় ৯৭ পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের আওতাধীন বগালেক সেনা ক্যাম্প (১ বীর) কর্তৃক স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস-নয়া ক্যাপ্টেন মো. র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া, এমবিবিএস, (সি, ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ। সারাদিন ব্যাপি ৩০ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন উপজাতিদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ, পিএসসি। এসময় পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় বসবাসরত উপজাতি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উপজাতিদেরকে আশ্বাস প্রদান করেন।
স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর মানুষেরা সেনাবাহিনী থেকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন সহযোগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।