পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রোবাংলা।

0

পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। তাই স্থলভ‌াগের জন্য প্রায় তিন দশক আগে করা উৎপাদন বণ্টন চুক্তি বা প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সংশোধনের মাধ্যমে।

পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। তাই স্থলভ‌াগের জন্য প্রায় তিন দশক আগে করা উৎপাদন বণ্টন চুক্তি বা প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সংশোধনের মাধ্যমে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটি চূড়ান্ত করতে ডিসেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ শেষ করতে চায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। আগামী মার্চের মধ্যে পিএসসি চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মধ্য দিয়ে পেট্রোবাংলা বড় আকারে গ্যাসের অনুসন্ধান চালাতে চায়। পার্বত্যাঞ্চলে গ্যাস ব্লক ২২বি-তে প্রথম অনুসন্ধান কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

স্থলভাগে বা অনশোর ব্লক ২২বি অঞ্চলটি মূলত পাহাড়ি এলাকা। এর আওতায় রয়েছে বান্দরবানের থানচি, রুমা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া। এছাড়া আনোয়ারা ও কাপ্তাইয়ের কিছু অংশও পড়েছে। এ অঞ্চলে গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। কেননা প্রতিবেশী দেশ ভারত এ ব্লকটির সীমান্ত এলাকায় কূপ খনন করে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ পেয়েছে। বাপেক্সের উদ্যোগেও পাহাড়ে গ্যাস অনুসন্ধান চালানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে সক্ষমতা না থাকায় সেটি বাস্তবায়ন করা যায়নি। তাই এ অঞ্চলে গ্যাস অনুসন্ধানে বিদেশী তেল-গ্যাস কোম্পানিকে আনা গেলে দ্রুতই সাফল্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক ড. বদরূল ইমাম বণিক বার্তাকে বলেন, ‘দেশের স্থলভাগে এখনো গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল ও পার্বত্য এলাকা খুব সম্ভাবনাময়। পার্বত্য চট্টগ্রামের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে ১৬০টি কূপ খনন করে ১১টি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। অথচ বাংলাদেশ পার্বত্যাঞ্চলে কূপ খনন করেছে মাত্র ১৪টি। অনুসন্ধান ও উত্তোলনে সব পদ্ধতিতে চেষ্টা চালাতে হবে। অনশোরে আন্তর্জাতিক দরপত্রের উদ্যোগটি ভালো। এটি আরো আগে করা প্রয়োজন ছিল। বিদেশী কোম্পানি এসব অঞ্চলে কাজ করতে আগ্রহ দেখালে সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হবে।’

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্থলভাগে গ্যাসের অনুসন্ধান জোরালো করতেই পিএসসি খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন পরামর্শক নিয়োগ দিয়ে সেটি চূড়ান্ত করা হবে। পেট্রোবাংলার লক্ষ্য মূলত অনাবিষ্কৃত অঞ্চলে গ্যাস সন্ধানে জোর তৎপরতা চালানো। সে লক্ষ্য থেকেই পার্বত্য অঞ্চলের ব্লক ২২বি-তে প্রথম কাজ করা হবে। যাবতীয় কার্যক্রম শেষ হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে মার্চে।

এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘স্থলভাগে গ্যাস অনুসন্ধানে খসড়া প্রস্তুত করা হয়েছে। পরামর্শক নিয়োগ প্রক্রিয়া দ্রুতই শুরু হতে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে। আর আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শুরু হবে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া। অফশোর দরপত্রের মতোই অনশোরের আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।’

১৯৯৭ সালের পর আর স্থলভাগে গ্যাসের উৎপাদন বণ্টন চুক্তির হালনাগাদ করা হয়নি। বিদ্যমান পিএসসিতে বিদেশী কোম্পানিগুলোকে আকৃষ্ট করার মতো তেমন কোনো লোভনীয় প্রস্তাব ছিল না। যে কারণে খসড়া প্রস্তাবে বেশকিছু সংশোধন এনেছে পেট্রোবাংলা।

দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধানে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছিল গ্যাস উত্তোলনকারী বেশ কয়েকটি বিদেশী কোম্পানি। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন স্থগিত করায় এখন আর সেভাবে কাজ পাওয়ার কোনো সুযোগ নেই। তাই গ্যাসের অনুসন্ধান জোরদার করতে অনশোর পিএসসি চূড়ান্ত করে বিদেশী কোম্পানিকে স্থলভাগের খালি থাকা ব্লকগুলোয় কাজ দিতে চায় পেট্রোবাংলা।

দেশে গত এক দশকে স্থানীয় পর্যায়ে গ্যাসের উত্তোলন ব্যাপকভাবে কমে এসেছে। যেসব গ্যাস ফিল্ড উৎপাদনে রয়েছে তা থেকে চার-পাঁচটি ছাড়া বাকিগুলোয় উৎপাদন যৎসামান্য। আবার উচ্চ মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে দেশের গ্যাস সরবরাহ ঠিক রাখাও কোনোভাবে সম্ভব নয় বলে জানান খাতসংশ্লিষ্টরা। এজন্যই বাপেক্সকে সর্বোচ্চ কাজে লাগিয়ে স্থলভাগে পিএসসির মাধ্যমে দরপত্র আহ্বানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শোয়েব বণিক বার্তাকে বলেন, ‘অনশোরে গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলার মাধ্যমে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থলভাগে এ ধরনের কার্যক্রম দ্রুত শুরু করা গেলে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে আরো গতি বাড়বে।’

এদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক কনসালট্যান্সি ফার্ম গুস্তাভসন অ্যাসোসিয়েটস ২০১১ সালে বাংলাদেশের গ্যাসের মজুদ নিয়ে এক প্রতিবেদন উপস্থাপন করে। তাতে গুস্তাভসন স্থলভাগে অনাবিষ্কৃত গ্যাস অঞ্চলগুলো তুলে ধরে। পাহাড়ে বিশেষত বান্দরবানে কোন এলাকায় গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সে উৎসগুলোও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে বরকল, বেলাছড়ি, চাংগুতাং, গিলাছড়ি, গোবামুরা, কাসালাং, মাতামুহুরী, সিসাক ও উত্তাংছত্র। এসব এলাকায় গত বছর গ্যাস অনুসন্ধান শুরু করতে চেয়েছিল বাপেক্স।

পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শতাব্দীতে দেশের তিন পার্বত্যাঞ্চলে মাত্র একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তবে গ্যাস খুঁজতে বারবার উদ্যোগ নেয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে পাহাড়ে অনুসন্ধান জোরদার হয়নি। এর আগে বহুজাতিক তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানির (আইওসি) সঙ্গে যৌথ প্রতিষ্ঠান গঠন করে পাহাড়ে গ্যাস অনুসন্ধানে বাপেক্স উদ্যোগ নিলেও সেটি আর আলোর মুখ দেখেনি।

আগের পোস্টবগালেক সেনা ক্যাম্প কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
পরের পোস্টপাহাড়ের সৌন্দর্য্য অবলোকন করার জন্য বান্দরবানে চালু হচ্ছে ছাদখোলা বাস।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন