নিউজ ডেস্ক: বান্দরবান দেশদ্রোহী ও নাশকতা মামলায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে ১০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এসময় কেএনএফ সদস্য সন্দেহে গ্রেফতারকৃত লালমুন থিয়ান-কে জামিন মঞ্জুর করেন। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন, বরিশাল কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালীর মহিপুর উপজেলার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম উপজেলার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালীর দশমিনা উপজেলার শামীম হোসেন (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রিয়াজ শেখ (২৪), বরগুনার বেতাগী উপজেলার মো. সোহেল মোল্লা (২২), মাগুরার বালিদিয়া উপজেলার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লার সদর উপজেলার মো. দিদার হোসেন (২৫) ও চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করে র্যাব। আজ আদালতে তাদের মধ্য থেকে ১০ জনকে জামিন দিয়েছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি হতে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কথিত হিজরতের নামে জিহাদে অংশ নেওয়ার জন্য বান্দরবান ও রাঙ্গামাটি জেলার গহিন অরণ্যে প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রায় ৫৫ জন যুবক নিখোঁজ হয়। তাদের মধ্যে ২৮ জনকে জঙ্গি সন্দেহে যৌথ বাহিনী গ্রেপ্তার করে।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জয়নাল আবেদিন ভূঁইয়া জামিনের সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনের ২৮ সদস্যকে জামিন দেওয়ার পর শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেন আদালত।