কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী।

0

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল এর উদ্যোগে ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলের পরিচালনায় আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা হতে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ –২০২৪।

কাপ্তাই শিশু নিকেতন এর অধ্যক্ষ রেহানা আক্তার জানান এই জোন কমাণ্ডার’স স্কলারশিপ – ২০২৪ এর পরীক্ষায় ৫ শত ১২ জন পরীক্ষার্থী অংশ নিবেন।


অধ্যক্ষ আরও জানান ইতিমধ্যে গত ২০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম করা হয়েছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই স্কলারশিপ পরীক্ষায় তৃতীয় হতে ৫ম শ্রেণী ক বিভাগ এবং ৬ষ্ট হতে ৮ম শ্রেণী খ বিভাগে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে।

প্রসঙ্গত: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল এর অধীন পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক, যুগোপযোগী, বিজ্ঞান সম্মত, সৃজনশীল গুণাবলী এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনী পরিচালিত একটি দক্ষ পরিচালনা পর্যদ এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আগের পোস্টখাগড়াছড়িতে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত ইউপিডিএফ সদস্য গ্রেফতার।
পরের পোস্টমিয়ানমার থেকে পালিয়ে আসা চাকমারা পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশের আশঙ্কা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন