বৈষম্য কাকে বলে কতপ্রকার ও কী কী?

0

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের RHDC-ERRD-CHT, UNDP যৌথ প্রকল্পের বিভিন্ন পদে জনবল নিয়োগের নিমিত্ত ২২/১১/২০২৪ খ্রি. এবং ২৩/১১/২০২৪খ্রি. তারিখে যথাক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ১৯ জন। ১৭ জন উপজাতি আর মাত্র ২ জন বাঙালি উত্তীর্ণ হয়েছে! এতে স্পষ্ট যে, বাঙালিদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। অথচ জনসংখ্যা বিচারে উপজাতি বাঙালি সমানে সমান। ১০ ভাগ বাঙালি চাকরি আর ৯০ ভাগ উপজাতিদের চাকরি দিয়ে জেলা পরিষদকে আরো বৈষম্য অনিয়মের আখড়ার পরিণত করা হয়েছে।

এই বৈষম্য পার্বত্য বাঙালিদের শিক্ষা, চাকরি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকসমূহে পিছিয়ে দিয়েছে। চরম বৈষম্য অনিয়ম করে করেই এখানকার উপজাতীয়রা বাঙালিদের চেয়ে এগিয়ে গেছে।

একটি জাতিকে দাবিয়ে রেখেছে কোটা প্রথা। সারা দেশে কোটা প্রথা বাতিল হলেও পার্বত্য চট্টগ্রামে কোটা প্রথা এখনো বহাল। একটি অঞ্চলে অনগ্রসর জনগোষ্ঠীর তকমা নিয়ে আর কতকাল কোটা প্রথার সুবিধা?

আগের পোস্টকেএনএফ’র আস্তানায় সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত অস্ত্র সরঞ্জাম উদ্ধার।
পরের পোস্টপরিচালকের দুর্নীতি, অনিয়মে ধ্বংসের পথে বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্র।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন