নিরাপত্তা বাহিনীর হাতে কেএনএ সমন্বয়কারী মহিলা আটক।

0

রুমা, প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার জাদিপাই পাড়া ও পার্শ্ববর্তী এলাকায় থেকে নিরাপত্তা বাহিনীর হাতে এক কেএনএ সমন্বয়কারী মহিলা আটক হয়েছেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৫ নভেম্বর ২০২৪) দিবাগত রাত জাদিপাই পাড়া ও পার্শ্ববর্তী এলাকায় কেএনএ সন্ত্রাসীরা অবস্থান গ্রহণ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএ সন্ত্রাসীরা জংগলাকীর্ণ এলাকায় এবং পাড়ার সাধারণ মানুষের আড় নিয়ে দ্রুত পালিয়ে যায়। পার্শ্ববর্তী পাড়ায় সাধারণ মানুষর নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনী কর্তৃক কোন রকম গুলিবর্ষন করা থেকে বিরত থাকে।

পরবর্তীতে উক্ত পাড়ায় তল্লাশি অভিযান পরিচালনার সময় পাড়া প্রতিনিধির উপস্থিতিতে জাদিপাড়ার বাসিন্দা বিয়াক সান বম, কন্যা পারদেন কিম বম (১৮)কে নিরাপত্তা বাহিনী আটক করেন। আটকৃত নারী কেএনএ এর কার্যক্রমের সমন্বয়ক হিসেবে গোপনে নিরাপত্তা বাহিনীর চলাচল ও গমনাগমনসহ সকল প্রকার তথ্যসমূহ কেএনএ সন্ত্রাসীদের সরবরাহ করে কেএনএ এর সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।

পাড়া প্রতিনিধির সম্মুখে তার নিকট হতে উদ্ধারকৃত মোবাইল এসএমএস (SMS) পর্যালোচনা পূর্বক একাধিক তালিকাভুক্ত কেএনএ সন্ত্রাসীদের সাথে তার এসএমএস আদান প্রদানের প্রমান পাওয়া যায়। উক্ত ক্ষুদেবার্তা সমূহ তিনি নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর চলাচল গতিবিধি ইত্যাদি সমূহ কেএনএ সন্ত্রাসীদের প্রদান ও কার্যক্রম সমন্বয় করে থাকে। ফলশ্রুতিতে, দূর্গম এলাকাসমূহে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনার প্রাক্কালে কেএনএ সন্ত্রাসীরা উক্ত সমন্বয়কারীর মাধ্যমে তথ্য প্রাপ্তি পূর্বক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, কেএনএ সমন্বয়কারী মহিলা বেসামরিক পোষাকে ছদ্মবেশে সাধারণ পাড়াবাসির সাথে বসবাস করে গোপনে এ ধরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

আগের পোস্টপরিচালকের দুর্নীতি, অনিয়মে ধ্বংসের পথে বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্র।
পরের পোস্টপাহাড়ি-বাঙালি সমসংখ্যক সদস্য নিয়োগে হাইকোর্টের রুল।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন